1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র চান্দগাঁও থানার অভিযানে অপহরণ কারী ও মুক্তিপণ আদায়ের মূল হোতা গ্রেফতার- ২ চট্টগ্রামে চোরাই প্রাইভেটকারসহ গ্রেপ্তার  ১ জামালপুরে মোবাইলের আলোতে সেবা দিচ্ছেন নার্স, রোগীদের ভোগান্তি চট্টগ্রাম আনোয়ারায় ইপিজেড, শিল্পনগর পরিদর্শনে বিদেশি  বিনিয়োগকারীরা কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঈদের পর চাঙা হয়েছে খাতুনগঞ্জের পেঁয়াজের আড়ত কক্সবাজারের ১২ পয়েন্টে ৫০৯৮ কাছিমের বাচ্চা অবমুক্ত গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত উলিপুরে পুত্রবধূর আঘাতে আহত শশুর আকতার আহত, আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরের জমিতে নির্মাণ কাজের অভিযোগ

আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরের জমিতে নির্মাণ কাজের অভিযোগ

উৎসবের আলো
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

 

 

‎রুপম দত্ত – আনোয়ারা

 

আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরের জমিতে নির্মাণ কাজের অভিযোগ

‎চট্রগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের তিশরী গ্রামের শ্রী শ্রী শীতলা মন্দিরকে দানকৃত জায়গায় জোড় র্পূবক বসত ভিটা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীদের বিরুদ্ধে।
‎আদালতে মামলা চলমান থাকা এবং আদালতের ১৪৫ ধারা বলবৎ থাকা সত্বেও জোড় র্পূবক মন্দিরে দানকৃত জায়গায় বসত ভিটা নির্মাণের অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,শ্রী শ্রী তিশরী শীতলা মন্দিরের পার্শ্ববর্তী জায়গা আর এস খতিয়ান নং ৮৫,দাগ নং ২১১ ,জায়গার পরিমান ৩ শতক,আর এস খতিয়ান ২১২,দাগ নং ২১২জায়গার পরিমান ১২ শতক ,আর এস মালিক হতে কবলা নং ৭৯৫ যা ১৯৪৪ সালে রজনী কান্ত মজুমদার প্রাপ্ত হন। যেটি রজনী কান্ত মজুমদারের নামে পি এস খতিয়ান সৃজন হয়। সেই রজনী কান্ত মজুমদার ১৯৬৩ সালে রেজিস্ট্রী কবলা নং ৭৭৯ এর মাধ্যমে মানিক্য লাল ঘোষ বরাবর দানপত্র করে দেন। মানিক্য লাল ঘোষ এর মৃত্যুতে তার পুত্র সুনীল ঘোষ ঔরসজাত সূত্রে মালিকানাপ্রাপ্ত হন। উক্ত সুনীল ঘোষ তার প্রাপ্ত অংশ শ্রী শ্রী শীতলা মন্দিরকে দান করে দেন। কিস্তু উক্ত ভূমি নিয়ে মতানৈক্যের জেড়ে আনোয়ারা সহকারী জজ আদালত পটিয়ায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২২৪/২০১৫। যা আদালতে এখনো চলমান রয়েছে এবং এটির উপর ১৪৫ ধারা বলবৎ আছে। কিন্তু কয়েকজন প্রভাবশালী মিলে উক্ত তপশীলভূক্ত জমি জোড় র্পূবক দখলের অপচেষ্টা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে ঐ প্রভাবশালী মহল আরো কিছু লোকজন নিয়ে উক্ত ভূমিতে নির্মান কাজ শুরু করেন। এতে মন্দির কতৃপক্ষ বাধা দিতে গেলে তারা মন্দির কমিটির লোকজনকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে নির্মান কাজ চলমান রাখে বলে অভিযোগে উল্লেখ করেন।
মন্দির কতৃপক্ষের সদস্য ও জমিদাতা সুনীল ঘোষ বলেন, উত্তোরাধিকার সূত্রে পাওয়া জায়গাটি আমি মন্দিরে দান করে দিয়েছি। যেটি নিয়ে আদালতে মামলা চলমান আছে। কিন্তু তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে ঐ জায়গায় বসতবাড়ি নির্মাণ করছে। যা আদালত অবমাননার সামিল।

এই বিষয়ে অভিযুক্তদের একজন তুষার দাশ বলেন, এগুলো আমাদের পৈত্তিক জায়গা। আমাদের জায়গায় আমরা আমাদের নির্মাণ কাজ করছি, আমরা কারো জায়গা বা মন্দিরের জায়গা দখল করে কিছুই করছিনা।
‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, এই বিষয়ে উভয় পক্ষের দুটি অভিযোগ পেয়েছি। বাদী এবং বিবাধী উভয়কে ডেকে একটা সমাধানের চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট