1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে যোগ দিলেন ড. রাহমান নাসির উদ্দিন

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

 

 

 

এম কে আলম চৌধুরী

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে যোগ দিলেন ড. রাহমান নাসির উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে যোগদান করেছেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউটের এর এফিলিয়েটেড স্কলার হিসেবে হার্ভার্ড ল স্কুল, কেনেডি স্কুল অব গভর্মেন্ট, হার্ভার্ড এশিয়া সেন্টার এবং এনথ্রোপলজি বিভাগে গবেষণার কাজ করবেন।

ড. রাহমান নাসির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর করে উত্তর-উপনিবেশিক রাষ্ট্রে সাংস্কৃতিকভাবে ভিন্ন মানুষের প্রান্তিকীকরণ প্রক্রিয়া নিয়ে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করেন ২০০৮ সালে। উপনিবেশবাদ ও উত্তর-উপনিবেশবাদের মধ্যকার সম্পর্ক বিষয়ে “ব্রিটিশ একাডেমি ভিজিটিং ফেলো” হিসেবে যুক্তরাজ্যে পোস্ট-ডক্টরেট করেন ২০০৯ সালে। এ-গবেষণার অংশ হিসাবে সে সময়ে তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ডারহাম বিশ্ববিদ্যালয়, হাল বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয় এবং ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গবেষণার কাজ করেন। এছাড়াও উত্তর-উপনিবেশিক রাষ্ট্রে ঔপনিবেশিকতার লক্ষণ এবং এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধীনে “দিল্লী স্কুল অব ইকনোমিক্স”-এ গবেষণা ফেলো হিসেবে তাত্ত্বিক ও আর্কাইভাল গবেষণা করেন ২০১০-১১ সালে। ২০১২ সালের ডিসেম্বর থেকে “নব্য-উদারবাদী রাষ্ট্রব্যবস্থা ও রাষ্ট্র-সৃষ্ট প্রান্তের আন্তঃসম্পর্ক” বিষয়ে “হুমবোল্ড ভিজিটিং স্কলার” হিসেবে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা সম্পন্ন করেন। এ-ফেলোশীপের আওতায় তিনি জার্মান ও ফরাসি সমাজচিন্তার ইতিহাস, বিকাশ ও বর্তমান অবস্থার ক্রিটিক্যাল ও র‍্যাডিক্যাল দিক নিয়ে গবেষণা করেন। পাশাপাশি “রাষ্ট্র-বিষয়ক নৃবিজ্ঞান” বিষয়ে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন ২০১২-২০১৩ সালে। ২০১৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের লন্ডন স্কুল অব ইকোনমিক্স-(এল এস ই) নৃবিজ্ঞান বিভাগে “ভিজিটিং স্কলার” হিসেবে উত্তর-উপনিবেশিক রাষ্ট্রে আদিবাসী ইস্যু, রাষ্ট্র-নির্মাণ ও প্রান্তিকীকরণের মধ্যকার আন্তঃসম্পর্ক নিয়ে উচ্চতর গবেষণা সম্পন্ন করেন। ২০০৮ সালে পিএইচডি ডিগ্রী অর্জনের পর তিনি মোট চারটি পোস্ট-ডক্টরেট করেন। ২০১৮ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রিফিউজি স্টাডি সেন্টারে “ভিজিটিং একাডেমিক স্কলার” হিসাবে উচ্চতর গবেষণা করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যায়ে থাকাকালীন সময় থেকে রোহিঙ্গাদের নিয়ে তার গবেষণা বিশ্বব্যাপী অত্যন্ত সুনামের সাথে পরিচিতি লাভ করে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যায়ে থাকাকালীন সময় থেকে রোহিঙ্গাদের নিয়ে তার গবেষণা বিশ্বব্যাপী অত্যন্ত সুনামের সাথে পরিচিতি লাভ করে। এছাড়াও লন্ডন বিশ্ববিদ্যালয়ের এসওএএস-এর নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের “গবেষণা পরামর্শক” হিসাবে কাজ করেন ২০১৮-২০১৯ সালে। ২০২২ সালে তিনি ইষ্ট-ওয়েষ্ট সেন্টার, ওয়াশিংটন ডিসি এর ফেলোশীপ নিয়ে এশিয়া স্ট্যাডিজ ফেলো হিসেবে যুক্তরাষ্ট্রের ওয়াশিং ডিসিতে গবেষণা করেন। এসময় তিনি জন হপকিন্স বিশ্বিবদ্যালয়ে ভজিটিং ফেলোে হিসেবে গবেষণা করে। ২০২৩ সালে রাহমান নাসির উদ্দিন অস্ট্রেলিয়ার সিডনী বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা ও গবেষণা করেন। ২০২৩ সালেই জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে Distinguished ভজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা ও গবেষণা করেন। এভাবে তিনি সারাবিশ্বের নামজাদা সব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণার কাজ করেন। তারই ধারাবাহিকতায় ড. রাহমান নাসির পৃথিবীর এক নাম্বার শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত হার্ভার্ড বিশ্বিবদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে যোগদান করেছেন।

প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ড, ও ফ্রান্সসহ পৃথিবীর বিভিন্ন দেশে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশ নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিশেষজ্ঞ হিসাবে ইনভাইটেড লেকচার দেন। তিনি যেসব বিশ্ববিদ্যালয়ে লেকচার/টক/বক্তৃতা দেন এবং প্রবন্ধ উপস্থাপন করেন তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য), লন্ডন বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য), টরেন্টো বিশ্ববিদ্যালয় (কানাডা), ইয়র্ক বিশ্ববিদ্যালয় (কানাডা), মেলবোর্ণ বিশ্ববিদ্যালয় (অস্ট্রেলিয়া), এডিলেইড বিশ্ববিদ্যালয় (অস্ট্রেলিয়া), টোকিও বিশ্ববিদ্যালয় (জাপান), কিয়োটো বিশ্ববিদ্যালয় (জাপান), ওসাকা বিশ্ববিদ্যালয় (জাপান), বার্লিন বিশ্ববিদ্যালয় (জার্মানী), হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় (জার্মানী), বন বিশ্ববিদ্যালয় (জার্মানী), দিল্লী বিশ্ববিদ্যালয় (ভারত), জহুরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (ভারত), কলম্বিয়া বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র), উইসকন্সিন বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র), এবং কর্ণেল বিশ্ববিদ্যালয় (যুক্তরাষ্ট্র) প্রভৃতি। প্রফেসর নাসিরের বেশ কিছু গবেষণা গ্রন্থ এবং প্রবন্ধ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্য। আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস (ww.scopus.com) কর্তৃক প্রকাশিত ২০২০ সালের গবেষণা ইনডেক্স অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু’টি গবেষণা গ্রন্থ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় তন্মধ্যে একটি [Deterristorialised Identity and Transborder Movements in South Asia (Springer, 2019)]। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস, ইউভার্সিটি অব প্যানসালভেনিয়া প্রেস, Routledge, SAGE, Palgrave McMillan, Springer, Bloomsbury, Orient BlackSwan-সহ পৃথিবীর প্রায় সব স্বনামধন্য প্রকাশনা সংস্থা থেকে প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিনের একাধিক বই ও সম্পাদনা করা হয়,।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট