আবুল বশার
চান্দগাঁও থানার পুলিশের উপরে হামলা অগ্নিসংযোগ ভাংচুর নাশকতা মামলায় গ্রফতার ১
সিএমপি চান্দগাঁও থানায় অভিযানে অগ্নিসংযোগ ও ভাংচুর করিয়া নাশকতার সৃষ্টি করিয়া অন্তর্ঘাতী কার্যে লিপ্ত হইয়া পুলিশের সরকারী কর্তব্য কাজে বাধা প্রদান আক্রমন ও আঘাতদান অপরাধে বিশেষ অভিযানে াগ্রেফতার- ১,
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত/তানভীর আহমেদ, এসআই/মোহাম্মদ আবু মুছা সঙ্গীয় ফোর্স সহ ইং ২৬ এপ্রিল তারিখ সকাল ০৬:১০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামীকে গ্রেফতার করা হয়,।
আসামি হল: মোঃ জুয়েল (২০), পিতা-মহি উদ্দিন পিতা- আব্দুল জলিল, মাতা-বকুল বেগম, সাং-রসূলপুর, ফজলুল মেম্বারের বাড়ী, আম্বল আলীর বাড়ী, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা, বর্তমানে-বাদশা চেয়ারম্যান ঘাটা, হেদায়েত মঞ্জিল, নীচ তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম (ভাসমান)কে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন,।