মোঃ জয়নাল আবেদীন
চান্দগাঁও থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ আসামী গ্রেফতার ৩
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার, এসআই/ফয়সাল আলম, এএসআই/এনামুল হক সঙ্গীয় ফোর্স সহ ইং ১৫ এপ্রিল রাত ০৩:১০ ঘটিকার সময় চান্দঁগাও থানাধীন বহদ্দারহাট এলাকা হইতে আসামীদের কে আটক করেনন,।
আসামিরা হল:১। শেখ আহম্মদ (৩৫), পিতা-আব্দুল খালেক, মাতা-দিলুয়ারা বেগম, সাং-চরম্বা, মোহাম্মদ পাড়া, ঝর্নার বাপের বাড়ী, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ইস্টার্ণ রিফাইনারী, হাজী পাড়া, ২নং গলি, জাকির এর ভাড়া, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম।
২। মোঃ ফাহিম (২৪), পিতা-মোঃ রশিদ, মাতা-ফরিদা বেগম, সাং-ইস্টার্ণ রিফাইনারী, হাজী পাড়া, আলম কন্ট্রাক্টরের বাড়ী, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম,
৩। মোঃ আরাফাত (২৫), পিতা-নুরুল ইসলাম, মাতা-মমতাজ বেগম, সাং-কুসুমপুর, কসাই পাড়া, নুরুল ইসলাম এর বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বাহির সিগন্যাল বোড স্কুল সংলগ্ন, বইন্না পাড়া, আঞ্জুর কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয় বলে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন নিশ্চিত করে জানান,।