রাজীব দাশ
সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ছিনতাই কারী গ্যাং সদস্যর আটক- ৪
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মোঃ শাহজাহান, এএসআই/এনামুল হক, এএসআই/জালাল উদ্দিন, এএসআই/সুজন কুমার দাস সঙ্গীয় ফোর্স সহ ১৩ এপ্রিল রাত ০৩:৪০ ঘটিকার সময় চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে ৪ জন কে আটক করা হয়,
চান্দগাঁও থানার মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর আসামীরা হল :১/ মোঃ হেলাল উদ্দিন সাগর (৩০), পিতা-আইয়ুব আলী, মাতা-শামসুন নাহার, সাং-উত্তর সাফতানা, কুদালপুর, আমিনার বাড়ী, থানা-সদর, জেলা-লালমনির হাট, বর্তমানে-সিএন্ডবি, টেকবাজার, সংকর হাট মসজিদ সংলগ্ন মোর্শেদ বিল্ডিং, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।,
২। মোঃ জাবেদ (২২), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-সালমা বেগম, সাং- আজিম নগর, লম্বা হাটি, ৪নং ওয়ার্ড, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা-হাবিগঞ্জ, বর্তমানে-সিএন্ডবি, টেকবাজার, মরিয়ম ভিলা, নীচ তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,।
৩। ইদু মিয়া (২১), পিতা-দিলু মিয়া, মাতা-আলমান খাতুন, সাং-সৈয়দপুর স্কুল সংলগ্ন পান শফির বাড়ী, ০৫নং ওয়ার্ড, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মোহরা, ইস্পাহানী জেটি রোড, বেলাল কোম্পানীর গ্যারেজ, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,।
৪। মোঃ হাসান @ এনাম (২৪), পিতা-মৃত নুরুল হক, মাতা-হফিজা বেগম, সাং-দক্ষিণ হাওড়া, অলি আহাম্মদ চৌধুরী বাড়ী, ০৫নং ওয়ার্ড, নাজির হাট ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-পশ্চিম মোহরা, গোলাপের দোকান, মানিক মেম্বারের কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন আসামি গ্রেফতারের ব্যাপারে নিশ্চিত করুন,,।