রাজীব দাশ
সিএমপি’র চান্দগাঁও থানার বিশেষ অভিযানে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক- ২
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নি:) হাবিবুর রহমান, এএসআই (নিঃ) সুজন কুমার দাস, এএসআই (নিঃ) জালাল উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ ফারুক মিয়া সঙ্গীয় অফিসার ফোর্স সহ ৫ তারিখ রাত ০০:২০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট আবাসিক হোটেল নাদিয়া হতে বিশেষ অভিযান পরিচালনা করে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আসামীের কে গ্রেফতার করা হয়,।
আসামিরা হল:। মোঃ আলতাবুর রহমান (৩২), পিতা-মোঃ একরামুল হক, মাতা-মোছাঃ রঞ্জনা বেগম, সাং-র্ধমপাল, তসিলদার পাড়া, ৭নং ওয়ার্ড, থানা-জলডাঙ্গা, জেলা-নীলফামারী, বর্তমানে-শহীদ পাড়া, মাষ্টার বাড়ীর ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
ও লিমা আক্তার (২১), পিতা-বাবুল তালুকদার, মাতা-মনোয়ারা বেগম, সাং-বানাই হাট, শহিদুল তালুকদার বাড়ী, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাটি, বর্তমানে-তুলাতুলি, নয়া মসজিদ সংলগ্ন, মাইলো বিল্ডিং, ২য় তলা, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে মহানগর অধ্যাদেশ আইনের ৭৬ ধারার অপরাধ করাই একই আইনের ১০৩ ধারায় গ্রেফতার করা হয়।
চান্দঁগাও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন জানান,আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।