মোঃ আমান উল্লাহ দৌলত
সিএমপি’র চান্দগাঁও থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ ০২ জন আসামী গ্রেফতার
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এএসআই/জি.এম শুকরিয়া, এএসআই/মোঃ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ইং ২০/০৩/২০২৫ তারিখ রাত ০৫:১০ ঘটিকার সময় চান্দঁগাও থানাধীন বহদ্দারহাট বার্সটার্মিনাল এলাকা হতে আসামী ০১। মোঃ মহি উদ্দিন (২৯), পিতা-মৃত শাহজাহান, মাতা-মোছাঃ দিলোয়ারা বেগম, সাং-টেকোটা, নুর হোসেন এর নতুন বাড়ী, ০৪নং ওয়ার্ড, হাইলধর ইউপি, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-পুরাতন চান্দগাঁও, পাঠানিয়া গোদা, আফজাল সিকদারের বাড়ী, হাসিনার ভাড়াটিয়া, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ শাকিবুল হাসান অনিক (২৩), পিতা-মোঃ সাহাব উদ্দিন, মাতা-তাছলিমা আক্তার, সাং-আরোয়ার খিল, নুরুল হক নতুন ভূইয়া, ৮নং ওয়ার্ড, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, বর্তমানে-মোহরা, কাজীর হাট, নুর পরিবহন রিক্সার গ্যারেজ, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয়।