1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে যাত্রী বেশে সিএনজিতে উঠে গাড়ি ছিনতাই, গ্রেফতার ২ উখিয়া একটি বিদ্যালয়ের গেটে তালা, সড়ক অবরোধ করে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে অচল এমআরআই সচল হচ্ছে ৪ বছর পর  চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন  চট্টগ্রাম রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান গাজায়  গণহত্যার প্রতিবাদে  হামলা-ভাঙচুর, চট্টগ্রামে ৪ মামলায় গ্রেপ্তার  ৮ চন্দনাইশে  ধর্ষণে বাধা, কিশোরীকে কুপিয়ে হত্যা  চট্টগ্রামে পুলিশের অভিযানে বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৩৯ সরাইলে  অটোরিকশা চুরির ঘটনায় সংঘর্ষ, আহত ৩০-ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ জমি দখলের কৌশলী খেলায় মুসলেহ উদ্দিন গং: , রামুর রাহেলার পরিবার হয়রানির শিকার

যৌতকের মিথ্যা মামলায় হয়রানির শিকার এক প্রতিবন্ধী যুবক

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

 

রুপম দত্ত – আনোয়ারা

যৌতকের মিথ্যা মামলায় হয়রানির শিকার এক প্রতিবন্ধী যুবক
‎যৌতুক ও নির্যাতনসহ বিভিন্ন  মিথ্যা  অভিযোগ এনে  মামলা দিয়ে এক প্রতিবন্ধী যুবককে হয়রানি করা হচ্ছে বলে সাকিবের স্ত্রী  ও তার পিতা মাতার  বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি  অভিযোগ দায়ের করেছেন  ভুক্তভোগী প্রতিবন্ধী যুবক সাকিব এর পিতা আনোয়ার মিয়া। গত ৮ ফ্রেব্রুয়ারী আনোয়ারা থানায় উপস্থিত হয়ে তিনি এই অভিযোগটি করেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নের বাচা মিয়ার বাড়ির আনোয়ার মিয়ার ছোট ছেলে প্রতিবন্ধী যুবক সাকিবের  সাথে কর্ণফুলী ইউনিয়নের চরল্যাক্ষা মৌলভী বাজার নিমতলা এলাকার জহির আহম্মদ এর মেয়ে সোনিয়া আক্তারের সাথে  গত ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর  উভয় পক্ষের স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সহায়তায় ইসলামী শরিয়ত মোতাবেক স্থানীয় চুরুত বিবি জামে মসজিদে আকদ ও কামিন হয়ে বিবাহ হয়। বিবাহের সমস্ত খরচ বহন করে প্রতিবন্ধী সাকিবের পিতা আনোয়ার মিয়া। এরপর তাদের সংসার সুখেই চলছিল। ইতিমধ্যে তাদের একটি কন্যা সন্তানের  জন্ম হয়। বর্তমানে সেই কন্যার বয়স এক বছর পাচঁ মাস।বিয়ের পর  উভয় পরিবারের সুসর্ম্পকের কারনে সোনিয়া আক্তারের পিতা জহির আহম্মদ ও তার পরিবারকে প্রতিবন্ধী যুবক সাকিবের পিতা বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছিল। তারই ধারাবাহিকতায় প্রতিবন্ধী যুবক সাকিবের পিতার নিকট হতে পুত্র বধু সোনিয়া  আক্তারের পরিবার বিভিন্ন ফার্নিচার সহ কয়েক দফায় লক্ষাধিক টাকা নিয়ে যায়। গত ২০২৪ সালের এপ্রিল মাসের ২৮ তারিখ সোনিয়া আক্তারের ভাই বাদশা তার বোনকে তাদের বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। এরপর থেকে সোনিয়াকে তার শশুর   বাড়িতে একাধিকবার  ফিরিয়ে আনতে
‎সোনিয়ার বাপের বাড়িতে গেলেও বিভিন্ন তালবাহানায় ফেরত দেইনি বরং উল্টো সাকিবের পরিবারের লোকজনকে চরম ভাবে অপমানিত করে। ।এই  বিষয়টি উভয় পক্ষের মধ্যে সমাধানের জন্য  একাধিকবার চেষ্টা করলেও ব্যর্থ  হয় প্রতিবন্ধী যুবক সাকিবের পরিবার।এরমধ্যে সোনিয়া আক্তার প্রতিবন্ধী স্বামীর সংসার করবেনা বলে জানিয়ে দেয়।কিন্তু প্রতিবন্ধী যুবক সাকিবের পরিবার বারবার চেয়ে ছিল পুত্রবধু সোনিয়া ও তাদের নাতনিকে ফিরিয়ে আনার জন্য। এই বিষয়ে প্রতিবন্ধী যুবক সাকিবের বাবা বিষয়টি সুষ্ঠ সমাধানের জন্য একটি উকিল নোটিশ পাঠায়।কিন্ত পুত্রবধু সোনিয়া আক্তারের পরিবার এই উকিল নোটিশের কোন জবাব না দিয়ে জহির আহম্মদ ,জাহানারা বেগম, স্থানীয় জসিম মেম্বারসহ কয়েকজন মিলে প্রতিবন্ধী যুবক সাকিবের বিরুদ্ধে একটি মিথ্যা যৌতকের মামলা ঠুকে দেয়। অথচ অবাক করা বিষয় প্রতিবন্ধী সাকিব ও সোনিয়া আক্তারের বিবাহে যৌতকতো দুরের কথা এই বিয়েতে  সোনিয়ার পরিবার কোন টাকা পয়সায় খরচ করেনি ।কারন সোনিয়ার পরিবার ছিল  খুব গরীব। বিয়ের  সব খরচ প্রতিবন্ধী যুবক সাকিবের পরিবার করেছিল। বিয়ের পর থেকে পুত্রবথু সোনিয়ার পরিবার   প্রতিবন্ধী যুবক সাকিবের পরিবারের সরলতার সুযোগ নিয়ে উল্টো সাকিবের পরিবার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিল।এখন সোনিয়া আক্তার বলছে প্রতিবন্ধী স্বামীর সংসার করবেনা।সংসার করবেনা সেটি ভালো কথা। এটিরও একটি সমাধানের পথ রয়েছে। কিন্তু যৌতুক দাবী করছে বলে এখন সোনিয়া আক্তার ও তার পরিবার প্রতিবন্ধী যুবক সাকিবকে যৌতকের মামলা করে হয়রানি করছে। প্রতিবন্ধী যুবক সাকিব ও তার পরিবার এই মিথ্যা যৌতকের মামলার হয়রানি থেকে রক্ষা পেতে চাই।
‎এই বিষয়ে অভিযুক্ত পুত্রবধু সোনিয়া আক্তার ও তার পিতা জহির আহম্মদ এর মতামত জানতে চাইলে তারা ফোন রিসিভ করেনি।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট