1. ekhonbartabd@gmail.com : দৈনিক এখন বার্তা : দৈনিক এখন বার্তা
  2. info@www.ekhonbarta.com : দৈনিক এখন বার্তা :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও (পিপিএম) পদক পাচ্ছেন ৬২ পুলিশ কর্মকর্তা দক্ষিণ চট্টগ্রামে চিকিৎসা সেবা পেতে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চান্দগাঁও থানার পুলিশের উপরে হামলা অগ্নিসংযোগ ভাংচুর মামলায় গ্রফতার  ১ সিএমপি কোতোয়ালীতে যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার উখিয়া কুতুপালং চাঞ্চল্যকর মার্ডার মামলার প্রধান আসামিসহ  গ্রেপ্তার ৩  নগরে ৩১৬২টি ব্যাটারিচালিত রিকশা আটক,,চার্জিং পয়েন্ট গুলোতে অভিযান অব্যাহত ,  চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ সিএমপি কোতোয়ালীতে ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৫ কাপ্তাই রিজার্ভ ফরেস্টে স’মিল স্থাপন বন উজাড়-সবুজ বেষ্টনীর বিপন্ন পাহাড় চান্দগাঁও থানা অভিযানে অগ্নিসংযোগ ভাংচুর ও পুলিশের উপর আক্রমন অপরাধে গ্রেফতার -৩৩

জুলাই বিপ্লবের চেতনা যেন ভুলে না যাই ,ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমতা প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের, 

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

মাসুদ পারভেজ

জুলাই বিপ্লবের চেতনা যেন ভুলে না যাই: জেলা প্রশাসক জুলাই বিপ্লবের চেতনা ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমতা প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের,

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, জুলাই বিপ্লবে তরুণরা যে সাহস দেখিয়েছে, যে স্বপ্ন নিয়ে তারা দীর্ঘদিনের ফ্যাসিজমকে বিতাড়িত করেছে, সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের দায়িত্ব রয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট স্কুল মাঠে তারুণ্যের মেলা উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা যেন আমরা ভুলে না যাই। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমতা প্রতিষ্ঠার জন্য তরুণদের এই আত্মত্যাগ।

ধর্ম বর্ণ বিভেদ না করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। তারুণ্যের শক্তিকে জাগ্রত করতে ‘দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে এ মেলার আয়োজন।

অনুষ্ঠানে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান করা হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো.ইমতিয়াজ, গীতা পাঠ করেন শিক্ষার্থী অর্ণব সিকদার ও ত্রিপিটক পাঠ করেন রিমেল বড়ুয়া।

এর আগে রঙিন বেলুন উড়িয়ে মেলা এবং ফিতা কেটে স্টলসমূহ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। এদিন সকালে শহিদ ওমরের কবরস্থান সংরক্ষণ কাজ ও দুপুরে পৌরসভার ৬টি সড়কের ফলক উন্মোচন করেন তিনি।

মেলায় ১২টি স্টলে উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী এবং ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী তুলে ধরেন। গত ৩০ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজন মধ্য দিয়ে ৫২দিন ব্যাপী এ তারুণ্যের উৎসব শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ, উপজেলা প্রকৌশলী মো.রেজাউল করিম, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন জাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের শহিদ ইঞ্জিনিয়ার ওমরের মা রুবি আকতার ও আহত মো.শাকিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট